আবুধাবি, ১৫ সেপ্টেম্বর- এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। দ্রুত নেওয়া হয় হাসপাতালে। সেখান থেকে ফিরলেও গ্যালারিতে হাতে ব্যান্ডেজ নিয়ে বসে থাকতে দেখায় মনে হচ্ছিল হয়তো আর মাঠে নামবেন না দেশসেরা এই ওপেনার। কিন্তু দলের প্রয়োজনে সবাইকে চমকে শেষ মূহুর্তেঠিকই ব্যাট হাতে নেমে পড়লেন তামিম। ২২৯ রানে ৯ উইকেট হারানোয় মনে করা হচ্ছিলো বাংলাদেশের ইনিংসটা শেষ! এমন সময় লড়াকু তামিম দেশের জন্যে মাঠে নামলেন হাতের ইনজুরি নিয়েই। দেশের হয়ে মহাদেশীয় টুর্নামেন্টে তার এই চোটকে মনে হচ্ছিল ঠুনকো একটি বিষয়। তামিম নামলেন আর অপরপ্রান্ত থেকে স্কোর বোর্ড সমৃদ্ধ করলেন সেঞ্চুরিয়ান মুশফিক। অথচ দৃশ্যপট ছিলো ব্যতিক্রম। তামিমের নামারই কথা ছিলো না। চোটের কারণে এশিয়া কাপ থেকেই তার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তামিম যখন নামলেন, তাকে দেখে মনে হচ্ছিল মাথায় শিরস্ত্রাণ পড়া কোনও যোদ্ধা! বিনা যুদ্ধে যার এক বিন্দু সূঁচটাকেও হাত ছাড়া করতে দেবেন না। টিভি ধারাভাষ্যকারের মুখ থেকেও শোনা গেলো তামিমের দেশের প্রতি ভালোবাসার কথা। সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০৯:৩৩/ ১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xbmQfG
September 16, 2018 at 03:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top