নিউ ইয়র্ক, ২৬ সেপ্টেম্বরঃ কোটি কোটি মানুষকে দারিদ্রের হাত থেকে মুক্তি দিতে ভারত যে প্রচেষ্টা করে চলেছে তার প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৩তম অধিবেশনে ট্রাম্প বলেন, ‘ভারত এমন একটি গণতান্ত্রিক দেশ, যেখানে দারিদ্রসীমার নিচে বসবাসকারী কোটি কোটি মানুষকে সাফল্যের সঙ্গে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত করা হয়েছে।’
ট্রাম্প বলেন, ‘রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বছরের পর বছর ধরে ইতিহাস তৈরি হয়েছে। এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁদের দেশের সমস্যাগুলি তুলে ধরেন, তা নিয়ে এখানে ভাবা হয় এবং নতুন দিশা খুঁজে নেওয়া হয়।’ তিনি বলেন, ‘এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন যে, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী ধরনের বিশ্ব রেখে যাব?’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N3TKng
September 26, 2018 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন