গাড়ি না থামানোয় পুলিশের গুলিতে মৃত্যু অ্যাপেলের এরিয়া ম্যানেজারের

লখনউ, ২৯ সেপ্টেম্বরঃ গাড়ি না থামানোয় পুলিশের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতি নগর এলাকায়। মৃতের নাম বিবেক তিওয়ারি (৩৮)। তিনি লখনউয়ে অ্যাপেল স্টোরের এরিয়া ম্যানেজার ছিলেন।

জানা গিয়েছে, শুক্রবার রাতে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বিবেক। সেই সময় বিবেককে গাড়ি থামাতে নির্দেশ দেন দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী। তবে বিবেক গাড়ি না থামালে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। গুরুতর অবস্থায় বিবেককে হাসপাতালে ভরতি করা হয়। সেখানে মৃত্যুর হয় তাঁর। ময়নাতদন্তে গুলির কারণে মৃত্যু প্রমাণিত হয়। এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিবেকের গাড়ি যে ভাবে চলছিল, তাতে তাঁকে মদ্যপ বলে মনে হয়েছিল সেই সময় ঘটনাস্থলে থাকা দুই পুলিশকর্মীর। তবে কী করে শুধুমাত্র সন্দেহের বশে পুলিশ কারোর দিকে গুলি চালিয়ে দিতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় পুলিশকর্মীদের অপরাধ প্রমাণিত হলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের এডিজি আইনশৃঙ্খলা আনন্দ কুমার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N7fQWh

September 29, 2018 at 02:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top