হিন্দু মন্দিরের দেখভাল করছে মুসলিমরা

মুজফ্ফরনগর, ১৭ সেপ্টেম্বরঃ এলাকায় একটিও হিন্দু পরিবার নেই। কিন্তু কয়েক দশক পুরোনো হিন্দু মন্দিরটি এখনও আগের মতোই রয়েছে। প্রতিদিন সকালে মন্দিরটি পরিষ্কার করা হয়। প্রতিবছর কালীপুজোর সময় মন্দিরটিতে রং করা হয়। গত ২৬ বছর ধরে এলাকার মুসলিম বাসিন্দারাই এই সমস্ত কাজ করছেন। ধর্ম ভিন্ন হলেও ঈশ্বরে যে কোনো ভেদ নেই, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের লাদ্ধেওয়ালার এই মন্দিরটি যেন তারই নিদর্শন।

লাদ্ধেওয়ালার প্রবীণ বাসিন্দা মেহারবান জানান, বাবরি মসজিদ ধ্বংসের পর সাম্প্রদায়িক হিংসার প্রভাব লাদ্ধেওয়ালাতেও পড়েছিল। প্রাণ বাঁচাতে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা তাঁদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তখন থেকেই লাদ্ধেওয়ালার রাস্তার উপর অবস্থিত পুরোনো মন্দিরটি দেখাশোনার দায়িত্ব কাঁধে তুলে নেন এলাকার মুসলিম বাসিন্দারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MDCuVL

September 17, 2018 at 10:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top