মুম্বাই, ১৮ সেপ্টেম্বর- শাহরুখ খান, আমির খান, তুষার কাপুর, করণ জোহর থেকে সানি লিওন সন্তানের জন্য সারোগেসির সাহায্য নিয়েছেন এমন উদাহরণ বলিউডে নেহাতই কম নয়। একইভাবে সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বাদ পেলেব মডেল তথা বলিউড অভিনেত্রী লিসা রয়। সম্প্রতি সারোগেসির সাহায্যে জমজ কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। জানা যাচ্ছে, সারোগেসির মাধ্য এ বছরের জুন মাসে। তবে দুই জমজ কন্যা সুফি ও সোলেইলের ছবি সোমবার (১৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লিসা। তবে সারোগেসির মাধ্য লিসার মা হওয়ার অন্যতম কারণ লিসার ক্যান্সারে আক্রান্ত হওয়া। সে কথাও সোশ্যাল সাইটে শেয়ার করেছেন লিসা। ২০০৯ সালে ২৩ জুন জানা যায় ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী লিসা রয় বোনম্যারে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানের চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠলেন তিনি সন্তানের জন্ম দিতে অক্ষম। তাই অনেক চেষ্টার পরই তার জীবনের এই অসাধ্য সাধন হয়েছে। এ জন্য তাদের অনের বিনিদ্র রজনী কেটেছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। শেষ পর্যন্ত জর্জিয়ায়, যেখানে সারোগেসি আইন সম্মত সেখানকার এক সংস্থার সাহায্যে তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন বলে লিসা। তার কথায়, মাতৃত্বের তার জীবন বদলে গেছে। এখন তিনি সন্তানদের খাওয়ানো, ন্যাপি বদলানো সবকিছুর জন্যই তৈরি। সন্তানরাও আসায় তার স্বামী জ্যাসনও ভীষণ খুশি। বাবা হিসাবে তারও অনেক নতুন কাজের দায়িত্ব এসেছে। খুব শিগগিরিই তিনি মুম্বাইয়ের বাড়িতেও ফিরতে চান লিসা। প্রসঙ্গত, ২০১২ সালে জ্যাসন ডেহনিকে বিয়ে করেন লিসা রয়। তথ্যসূত্র: পূর্বপশ্চিম আরএস/ ১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MIr8jl
September 18, 2018 at 06:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন