কলকাতা, ৬ সেপ্টেম্বরঃ পিয়ারলেসের বিরুদ্ধে ২-১ গোলে হার লাল-হলুদের। ফলে লিগ লড়াইয়ে মোহনবাগানের থেকে কয়েকশো যোজন পিছিয়ে গেল ইস্ট বেঙ্গল শিবির।
লিগ লড়াইয়ে না থাকলেও দুই প্রধানের পর সবচেয়ে শক্তিশালী দল হিসেবে উঠে এসেছিল পিয়ারলেস। পিয়ারলেসের হয়ে ম্যাচের ৬ মিনিটেই প্রথম গোলটি করেন প্রাক্তন মোহনবাগানী ক্রোমা। ম্যাচের ৭১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান কাসিম হায়দারা। এর ৬ মিনিটের মধ্যে আরেক মোহনবাগানী নরহরি শ্রেষ্টার গোলে ফের এগিয়ে যায় পিয়ারলেস। ম্যাচের শেষের দিকে বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেনি ইস্টবেঙ্গল। খেলা শেষে এদিনও ৮ মিনিট ইনজুরি টাইমের সিদ্ধান্ত নেন রেফারি, কিন্তু তাতেও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল।
লিগের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট করায় লিগ লড়াই থেকে কার্যত ছিটকে গেল ইস্টবেঙ্গল। মোহনবাগানের সমান ম্যাচ খেলে এই মুহূর্তের ৩ পয়েন্টে পিছিয়ে ইস্টবেঙ্গল। গোলপার্থক্যেও মোহনবাগানের থেকে ৬ গোলে পিছিয়ে তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wLSjok
September 06, 2018 at 08:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন