ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি

কলকাতা, ২৭ সেপ্টেম্বরঃ ইসলামপুরে দাড়িভিট হাই স্কুলের ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল রাজ্য সরকার। শুক্রবারই ইসলামপুর যাবেন সিআইডির তদন্তকারী অফিসাররা। কথা বলবেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।

গত ২০শে সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল। বাংলা ও অঙ্কের বদলে সংস্কৃত এবং উর্দুর শিক্ষক নিয়োগ হওয়ায় আন্দোলন শুরু করে পড়ুয়ারা। সেই আন্দোলনেই চলে গুলি।

গুলি লেগে সেদিনই মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক ছাত্রের। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় অরেক ছাত্র তাপস বর্মনের। পুলিশের গুলিতেই দুই পড়ুয়ার মৃত্যু হয় বলে দাবি করা হয়। ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। দাড়িভিটে জনতার রোষে পড়েন নেতা-মন্ত্রীরাও।

এবিভিপি সমর্থকেরা জানায় মৃত দুই ছাত্র তাদের সমর্থক ছিল। কিন্তু কার নির্দেশে কে গুলি চালিয়েছিল? ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি করে বিজেপি সহ বিরোধীরা। ঘটনার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর বাংলা বন্‌ধ ডেকেছিল বিজেপি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NO8qfT

September 27, 2018 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top