সুইৎজারল্যান্ড তৈরি হতে চলেছে শ্রীদেবীর মূর্তি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বরঃ বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর ভূমিকার কথা মাথায় রেখে সুইত্জারল্যান্ডের মাটিতে তৈরি করা হচ্ছে তাঁর মূর্তি। ২০১৬ সালে বলিউডের খ্যাতনামা পরিচালক যশ চোপড়ার মূর্তিও সুইৎজারল্যান্ডে তৈরি করে সেদেশের সরকার।

১৯৬৪ সালে প্রথমবার কোনও ভারতীয় ছবির শ্যুটিং হয় সুইৎজারল্যান্ডে। এই ছবিটি ছিল রাজ কাপুরের ছবি ‘সঙ্গম’। আর এরপরে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সহ একাধিক ছবির শ্যুটিং হয়েছে সেদেশের মাটিতে। যশ চোপড়া পরিচালিত শেষ ছবি ‘যব তক হ্যায় জান’-এর শ্যুটিংও হয়েছে সেদেশে। তাই বলা যেতেই পারে সুইৎজারল্যান্ডের সঙ্গে বলিউডের সম্পর্কটা বেশ গভীর। ওই দেশের পর্যটনের প্রচারেও বলিউডের বহু তারকাকে দেখা যায়। তাঁদের মধ্যে অন্যতম শ্রীদেবী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MiAHFL

September 10, 2018 at 03:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top