লস অ্যাঞ্জেলেস, ১৪ সেপ্টেম্বর- বিখ্যাত গায়ক জাস্টিন বিবার ও তার বাগদত্তা মডেল হেইলি ব্যাল্ডউইন চুপিসারে বিয়ের কাজ সেরে ফেলেছেন। বিশ্বজুড়ে এখন এই গুঞ্জন। কারণ, লস অ্যাঞ্জেলেসের একটি বিয়ে রেজিস্ট্রারের অফিসের সামনে পাপারাজ্জিদের হাতে ধরা পড়েছেন তারা। আমেরিকার ট্যাবলয়েড নিউজ ওয়েবসাইট টিএমজেড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পিপল ডটকমের দাবি, হাতে হাত রেখে আদালত প্রাঙ্গণে হাঁটতে দেখা গেছে দুজনকে। এজলাসখানার ভেতরের একজনের বরাত দিয়ে টিএমজেড জানায়, আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতার জন্য ধন্যবাদ দিয়েছেন বিবার। ২৪ বছর বয়সী এই শিল্পী নাকি তখন হেইলিকে বলেছেন, তোমাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছি বেবি। তার চোখে তখন ছিল আনন্দ অশ্রু! আমেরিকার বাইরে অন্য কোনও দেশে মধুচন্দ্রিমা উদযাপন নিয়েও তাদের কথা বলতে শুনেছেন উপস্থিত আরেকজন। এই যুগলের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, এবার প্রকৃত বিয়ে করবেন বিবার ও হেইলি। ইতোমধ্যে তারা ওয়েডিং প্ল্যানারদের ভাড়া করেছেন। অনুষ্ঠানের জন্য ভেন্যু খোঁজার কাজ চলছে। নিউজিল্যান্ডের পাক্ষিক ম্যাগাজিন দ্য কাটকে হেইলি জানিয়ে রেখেছেন, তাদের পরিবারে কম বয়সে বিয়ের নজির আগেও আছে। তাছাড়া তার বাবা-মা ছেলের মতোই স্নেহ করেন বিবারকে। দুই মাস আগে ইনস্টাগ্রামে মোটামুটি বড় একটি পোস্টে হেইলির সঙ্গে প্রেমের কথা প্রকাশ্যে জানান বিবার। একই সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবরও নিশ্চিত করেন গ্র্যামিজয়ী কানাডিয়ান গায়ক। প্রেমের সাম্পানে ভাসার সময় বিবার ও হেইলির সম্পর্ক একবার ভেঙে গিয়েছিল। পরে তা জোড়া লেগেছে। এ বছরের জুলাইয়ে তাদের বাগদান হয়। একদিন একটি রেস্তোরাঁয় নৈশভোজে হেইলিকে বিয়ের প্রস্তাব দেন বিবার। দ্য ইউজুয়াল সাসপেক্টস ছবির অভিনেতা স্টিফেন ব্যাল্ডউইন ও গ্রাফিক ডিজাইনার কেনিয়া ডিওডেটোর মেয়ে হেইলি। চাচা অভিনেতা অ্যালেক ব্যাল্ডউইনের সঙ্গে স্যাটারডে নাইটস লাইভ অনুষ্ঠানের একটি পর্বে অংশ নেন ২২ বছরের এই তরুণী। এমএ/ ০৮:৩৩/ ১৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xk67Gi
September 15, 2018 at 03:00AM
14 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top