সস্তা রেলযাত্রা, ৪০টি দূরপাল্লার ট্রেন থেকে উঠছে ‘ফ্লেক্সি ফেয়ার’

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বরঃ ৪০টি দূরপাল্লার ট্রেনে ‘ফ্লেক্সি ফেয়ার’ নীতি তুলে দিতে চলেছে ভারতীয় রেল। পাশাপাশি, ১০২টি ট্রেনে শেষ মুহূর্তে আসন সংরক্ষণের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে নতুন নীতি কার্যকর করার আগে সংশ্লিষ্ট সরকারি বিভাগের অনুমোদন জরুরি বলে জানিয়েছেন রেলের এক শীর্ষ আধিকারিক।

রেলের ‘ফ্লেক্সি ফেয়ার’ নীতির সুবাদে বেশ কিছু পরিস্থিতে বিমানযাত্রার চেয়েও মূল্যবান হয়ে পড়েছিল রেলযাত্রার খরচ। এই অবস্থার পরিবর্তন ঘটাতে ওই নীতি থেকে সরে আসার পরিকল্পনা করেছে রেল মন্ত্রক। যাত্রার ৪ দিন আগে ১০২টি ট্রেনে আসন সংরক্ষণের উপর ৫০ শতাংশ ছাড় দেওয়া ছাড়াও ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে সেই সমস্ত ট্রেনে, যাদের ৬০ শতাংশের কম আসন সংরক্ষণ হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর ৪৪টি রাজধানী, ৪৬টি শতাব্দী এবং ৫২টি দুরন্ত এক্সপ্রেস ট্রেনে এই ছাড়ের ব্যবস্থা প্রথম হয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NMIlwy

September 14, 2018 at 02:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top