ইউরোপের ক্লাবে কোচিংয়ের ভাবনা সর্দারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বরঃ পেশাদার খেলোয়াড় হিসেবে অবসরের পরই কোচিংয়ের ইচ্ছা প্রকাশ করলেন সর্দার সিং। ভারতের অন্যতম সেরা হকি খেলোয়াড় ইউরোপের ক্লাব পর্যায়ে কোচিংয়ে হাতেখড়ি করতে চাইছেন। জাতীয় দলের হয়ে অবসর নিলেও জার্মান বা ডাচ লিগে সর্দার যে খেলা চালিয়ে যেতে পারেন, এরকম সম্ভাবনা আগে তৈরি হয়েছিল। অবশ্য সর্দার উক্ত লিগগুলোতে কোচিং করাতে যেতে চাইছেন। এদিন সর্দার জানিয়েছেন, হকি ইন্ডিয়া ও হরিয়ানা সরকারের ছাড়পত্র নিয়ে কোচিং করাতে চাই। ইউরোপিয়ান লিগগুলোতে কোচিং শুরু করারই পরিকল্পনা রয়েছে। নিঃসন্দেহে কোচিংয়ে নিজেকে পোক্ত করে পরে জাতীয় দলের কোচের পদে নিজেকে বসাতে চাইছেন সর্দার। বরাবরই বিদেশি কোচদের দায়িত্ব দেওয়ার ব্যাপারে বাড়তি তাগিদ দেখালেও খেলোয়াড়দের সঙ্গে কোচের ভাষাগত সমস্যার জেরে একটা বোঝাপড়ার অভাব হয় বলেই মনে করেন সর্দার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xaD4pc

September 14, 2018 at 08:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top