সিতাইয়ে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

সিতাই, ৮ সেপ্টেম্বরঃ এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কোচবিহারে। ঘটনাটি ঘটেছে সিতাই থানার ব্রহ্মত্তর চাতরা গ্রাম পঞ্চায়েতের ঢিপিরটারি এলাকায়। মৃতের নাম মুজিবর মিয়াঁ (৫২)। শুক্রবার রাতে ঢিপিরটারি এলাকা থেকে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে সিতাই থানার পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত অর্জুন মণ্ডল ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিতাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার দাবি, যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থ সারথি রায় বলেন, ‘যে কোনও ঘটনাই দুর্ভাগ্যজনক। অর্জুন মণ্ডল যুব তৃণমূলের কেউ নয়। এই অভিযোগ ভিত্তিহীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের পরই গোটা ঘটনাটি জানা যাবে।’

এদিন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক। মৃতের পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nu9bta

September 08, 2018 at 05:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top