আবু ধাবি, ১৭ সেপ্টেম্বর- ১৪তম এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর স্তানিকজাই। সোমবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। আফগানদের বিপক্ষে আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্য। কারণ এই ম্যাচটিতে হেরে গেলে দেশের বিমান ধরতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে লঙ্কান বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি বললেই চলে। আফগানিস্তানের ওপেনিং জুটিতে গড়েছেন ৫৭ রানের জুটি। তাণ্ডব চালিয়ে ৩৪ রানে ফিরে যান শেজাদ। পরে আরেক ওপেনার ইহসানউল্লাহকে সঙ্গ দিতে আসেন রহমত শাহ। দুজনে গড়েন ৫১ রানের জুটি। ৪৫ করে বিদায় নেন ইহসানউল্লাহ। চার নম্বরে ব্যাট হাতে আসেন আফগান কাপ্তান। তিনি দলকে চরম হতাশ করলেন। মাত্র ১ রান করে আকিলা ধনাঞ্জায়ের শিকার হয়ে মাঠ ছাড়েন। ফলে কিছুটা ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১২৯/২। সূত্র: গো নিউজ২৪ এইচ/ ২০:১৫/ ১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MG7DYH
September 18, 2018 at 02:15AM
17 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top