২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতলেন ১০২ বছরের মন কৌর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বরঃ বয়স একশোর কোটা পেরিয়েছে তো কী! শরীর তো এখনও চাঙ্গা। তাই ১০২ বছর বয়সেও অবলীলায় ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতলেন পাতিয়ালার মন কৌর। ১০০ থেকে ১০৪ বছর বয়সিদের ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ-এর দৌড় প্রতিযোগিতায় এই পদক পেয়েছেন মহিলা দৌড়বীর। ১০২ বছর বয়সেও মন কৌরের এই সাফল্যে দেশবাসী গর্বিত।
দৌড় প্রতিযোগিতায় মন কৌরের অবশ্য এটাই প্রথম সাফল্য নয়। ৯৩ বছর বয়সে এসে খেলাধুলা শুরু করেন তিনি। তারপর একের পর এক দৌড় প্রতিযোগিতায অবলীলায় সাফল্য পেয়ে বয়স্ক মহিলা অ্যাথলিট হিসাবে পরিচিত হন তিনি। গত ৯ বছরে ওযার্ল্ড মাস্টার্স গেম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি ২০টির বেশি পদক জিতেছেন তিনি। মন অবশ্য এই সাফল্যের কৃতিত্ব তাঁর ৭৮ বছর বয়সি ছেলে গুরু দেবকেই দিচ্ছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CYKzoq

September 15, 2018 at 08:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top