কুয়েতের ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টারে আগুন, উদ্ধার ২৫০০ কর্মী

কুয়েত, ২৮ সেপ্টেম্বরঃ বিধ্বংসী আগুন গ্রাস করল গোটা বহুতলটিকে। বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ আগুন লাগে কুয়েতের ন্যাশনাল ব্যাংক হেডকোয়ার্টারের ৩০০ মিটার লম্বা স্কাইস্ক্র্যাপারে।

জানা গিয়েছে, আশপাশের কোনও বাড়িতে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে টাওয়ারেও। আবার, শর্ট সার্কিটের কারণে টাওয়ারের নীচের তলায় আগুন লাগতে পারে বলেও মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকল সূত্রে খবর, প্রায় ২৫০০ কর্মী আটকা পড়ে গিয়েছিলেন আগুনে। দ্রুততার সঙ্গে তাঁদের উদ্ধারকাজ শুরু হয়। সবাইকেই নিরাপদে টাওয়ারের বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কথা নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে কুয়েতের ন্যাশনাল ব্যাংক। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qeeef7

September 28, 2018 at 02:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top