কলকাতা, ৯ সেপ্টেম্বরঃ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে গ্রেফতার হল উত্তর-পূর্বের এক জঙ্গি নেতা। ধৃতের নাম আমন নেলসন সিং ওরফে চিংখেই খুমান। ওই জঙ্গি নেতা কলকাতায় একটি গোপন আস্তানায় ডেরা বেঁধেছে। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল, দুটি ৭ এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি। তার বিরুদ্ধে তোলাবাজি, ডাকাতি, খুনের মতো একাধিক অভিযোগ রয়েছে বলে খবর।
গোয়েন্দা সূত্রে খবর, কাংলেইপিক কমিউনিস্ট পার্টির (মিলিটারি কাউন্সিল প্রোগ্রেসিভ) স্বঘোষিত চেয়ারম্যান ওই জঙ্গি নেতা। নিষিদ্ধ এই সংগঠনটি মণিপুরের মাওবাদী সংগঠন হিসেবে পরিচিত। এদের সঙ্গে নেপালের মাওবাদীদের নিত্য যোগাযোগ। এদের সঙ্গে দেশের অন্য মাওবাদী সংগঠনগুলিরও যোগাযোগ রয়েছে। এই নিষিদ্ধ সংগঠনের চেয়ারম্যানকে গ্রেফতার এসটিএফের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O0UGKH
September 09, 2018 at 04:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন