আবু ধাবি, ২০ সেপ্টেম্বর- অভিষক ম্যাচকে স্মরণীয় করে রাখতে সব চেষ্টাই করে যাচ্ছেন আবু হায়দার রনি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেয়া রনি, পরপর দুই উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে বল হাতে সফল হওয়া ২২ বছর বয়সী আবু হায়দার ফিল্ডিংয়েও শতভাগ দেয়া চেষ্টা করছেন। দলীয় ২৮ রানে ২ উইকেট হারানো আফগানরা মোহাম্মদ শেহজাদ ও হাশসতউল্লাহ শহীদির ব্যাটে খেলায় ফেরে। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন তারা। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। ২০তম ওভারে প্রথম বোলিংয়ে এসেই শাহজাদ-শহীদির জুটির বিচ্ছেদ ঘটান সাকিব। সাকিবের বলে লংঅনে ক্যাচ তুলে দেন শাহজাদ। বাউন্ডারির কাছাকাছি চলে যাওয়া উড়ন্ত বলটিকে দুরন্ত ক্যাচে পরিণত করে আবু হায়দার রনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৩ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান। অভিষেকেই উড়ছেন রনি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে গতির ঝড় তুলেছেন আবু হায়দার রনি। প্রথম ওভারে বোলিং করতে এসে আফগান ওপেনার ইহসানউল্লাহকে সাজঘরে ফেরান তিনি। নিজের তৃতীয় ওভারে রহমত শাহর স্ট্যাম্প ভেঙে দেন রনি। এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো পেস বোলার আবু হায়দার রনির। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দিলেন ২২ বছর বয়সী এই পেসার। আফগানিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বল করতে এসেই ইহসানউল্লাহকে সাজঘরে ফেরান আবু হায়দার রনি। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪৫ রান সংগ্রহ করা আফগান ওপেনার এদিন ফেরেন ৪ বলে ২ চারে ৮ রান করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় রনির। জাতীয় দলের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে ১০ ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি। টি-টোয়েন্টির পর আজ ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হলো তার। আবুধাবিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ দল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের আজকের ম্যাচটি ঝালিয়ে নেয়ার। এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। আর ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। এই তিনজনের পরিবর্তে আবুধাবিতে অনুষ্ঠিত আজকের ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনির। ২০১৫ সালের পর ওয়ানডে ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন মুমিনুল হক সৌরভ। এমএ/ ০৭:২২/ ২০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xA82Xb
September 21, 2018 at 01:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top