বিশ্ববাংলার বিশেষ যন্ত্র জানাবে আবহাওয়ার পূর্বাভাস-সহ ভূকম্পনের আগাম খবর

 কলকাতা, ১৯ সেপ্টেম্বরঃ নিউটাউনের বিশ্ববাংলা গেটে বসানো হবে অত্যানুধিক বিশেষ ধরনের ডিফ্লেকশন  সেন্সর স্ক্যানার। আবহাওয়ার পূর্বাভাস-সহ ভূকম্পনের আগাম খবর জানাবে এটি। এই সেন্সর নিয়মিত নজর রাখবে মাটির কম্পনের উপর। তা ছাড়া, কখনও খুব বেশি সংখ্যক মানুষ গেটের কোনও এক জায়গায় জড়ো হয়ে গেলে কিংবা যানবাহন বা অন্য কোনও কম্পনের জেরে গেটে কোনও বিপদের আশঙ্কা দেখা দিলে সেটাও এই সেন্সর আগাম জানিয়ে দেবে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবেন করা হবে। বিশ্ববাংলা গেট পরিদর্শনে গিয়ে এ কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নিউটাউন কর্তৃপক্ষ(এনকেডিএ) সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার হালহকিকতের আগাম আন্দাজ পেতে একটি স্ক্যানার বসানো হয়েছে এই গেটে। যা ঝড়বৃষ্টির খবর যেমন দেবে তেমনই ভূকম্পনের তীব্রতা সংক্রান্ত খবরও দেবে। এমনকী, মেট্রোর কাজের সময় যে কম্পনের সৃষ্টি হয় তার খবরও ধরা পড়বে এই স্ক্যানারে।

বিশ্ববাংলা গেটটিতে রয়েছে একটি ঝুলন্ত রেস্তরাঁরা রয়েছে। এগুলির নির্মাণগত নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে আইআইটিকে। তাদের কাছ থেকে ছাড়পত্র পেলেই উদ্বোধন সংক্রান্ত দিনক্ষণ চূড়ান্ত হবে। একসঙ্গে ১০০ মানুষ এই গেটে উঠে রেস্তরাঁয় বসতে পারবেন। রাজ্যের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের বাণী, ছবি ও কলকাতার নানা দ্রষ্টব্যস্থানের ছবি দিয়ে সাজানো হয়েছে এর অন্দরমহল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MLMHQ6

September 19, 2018 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top