নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বরঃ লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি জানিয়েছিলেন ‘দেশ ছাড়ার আগে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন বিজয় মালিয়া।’ আজ লন্ডন ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতের বাইরে সংবাদসংস্থা এএনআই-কে মালিয়া জানান, ‘সব কিছু মিটমাট করে নিতে চেয়ে দেশ ছাড়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম।’
২০১৬-র মার্চে দেশত্যাগ করেন কিংফিশারের মালিক বিজয় মালিয়া। সে সময় দেশের অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারও তাঁর প্রত্যর্পণ মামলা নিয়ে ‘আদালত শেষ কথা বলবে’ বলে জানান ৬২ বছরের প্রাক্তন কিংফিশার কর্তা।
৯ হাজার কোটির ব্যাংক ঋণ ফেরত না দিয়ে ২০১৬-র মার্চে দেশ ছেড়ে পালিয়েছিলেন বিজয় মালিয়া। এরপর থেকে ইংল্যান্ডেই রয়েছেন তিনি। মালিয়ার প্রত্যর্পণ চেয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সিবিআই। তবে মালিয়ার আইনজীবী ভারতের সংশোধনাগারের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে পালটা চ্যালেঞ্জ করে মামলা করেছেন।
#WATCH "I met the Finance Minister before I left, repeated my offer to settle with the banks", says Vijay Mallya outside London's Westminster Magistrates' Court pic.twitter.com/5wvLYItPQf
— ANI (@ANI) September 12, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2p0IEWP
September 12, 2018 at 08:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন