দুবাই, ২৫ সেপ্টেম্বরঃ অধিনায়ক, সহ অধিনায়ক দুজনকে বিশ্রাম দিয়ে একজন ‘সাধারণ’ টিম সদস্যকে অধিনায়ক করে খেলতে নামল ভারতীয় দল। গোটা বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে এমনই কাণ্ড ঘটল এশিয়া কাপের ভারত বনাম আফগানিস্তান ম্যাচে। দুবাইয়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক শিখর ধাওয়ানকে বিশ্রাম দিয়ে প্রাক্তন অধিনায়ক ধোনির কাঁধে দায়িত্ব দিল ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এটা ধোনির ২০০তম একদিনের ম্যাচ।
ওপেনিং-এ লোকেশ রাহুল। আজকের দলে খেলছেন মণীষ পাণ্ডে, খলিল আহমেদ, আমবাতি রায়ুডু, দীপক চাহর, সিদ্ধার্থ কউল, দীনেশ কার্তিক, কেদার যাদব, কুলদাপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি এবং লোকেশ রাহুল।
অন্যদিকে, রোহিত শর্মা ও শিখর ধওয়ানের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে যুজুবেন্দ্র চহাল, ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহকে।
আজকের ম্যাচে ভারত জিতলেও ফাইনালে, আর হারলেও পৌঁছবে ফাইনালে। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Dt2bcr
September 25, 2018 at 06:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন