‘এয়ার ইন্ডিয়া’- কে পুনরুদ্ধারে বড়সড় উদ্যোগ কেন্দ্রের

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বরঃ অলাভজনক সংস্থা হিসাবে আগেই চিহ্নিত হয়েছে এয়ার ইন্ডিয়া। আর সেজন্য সংস্থাকে পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব আরএন চৌধুরি জানান, এই সংস্থায় সরকার আরও ২১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।

এর আগে, মহারাষ্ট্রে এয়ার ইন্ডিয়ার নারিমান পয়েন্টের ভবন বিক্রি নিয়েও কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন। এয়ার ইন্ডিয়ার স্মৃতিবিজড়িত এই ভবনকে বিক্রি করার প্রস্তাব ওঠে সংস্থার বেহাল অবস্থার জন্য বহু দিন ধরেই লাভের মুখ দেখা বন্ধ করে দিয়েছিল এই সংস্থা। সংস্থায় ফের সুদিন ফেরাতে তৎপর হয় কেন্দ্রও। কিন্তু কোনও উপায় সামনে আসেনি। এমন এক প্রেক্ষাপটে সংস্থায় কেন্দ্রের ২১০০ কোটি টাকা বিনিয়োগ নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।

এই মুহূর্তে ৫০ হাজার কোটি টাকা ঋণের বোঝা রয়েছে এয়ার ইন্ডিয়ার ওপর। ২০১৬ সাল থেকে এমন পরিস্থিতি চলে আসছে। সেই পরিস্থিতি সামলাতে একাধিক উদ্যোগ নেয় কেন্দ্র। তার প্রেক্ষিতেই কেন্দ্রের এই বড়সড় বিনিয়োগের ঘোষণা প্রকাশ্যে আসে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MO5nU6

September 04, 2018 at 02:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top