মস্কো, ১৮ সেপ্টেম্বরঃ অসাবধানবশত ১৪ জন সেনা সহ রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করল সিরিয়ার সেনাবাহিনী। জানা গিয়েছে, যখন সিরিয়ায় ইজরায়েলের সেনারা একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছিল সেইসময়ই এই ঘটনাটি ঘটে।
সোমবার ইজরায়েলি সেনারা চারটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় হামলা চালায়। ঠিক সেইসময়ই রাডারের সঙ্গে রাশিয়ার সামরিক বাহিনী আইএল-২০ নামের বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমেরিকার তরফে জানানো হয়েছে, সিরিয়ার সেনারা আসলে ইজরায়েলের যুদ্ধবিমান ধ্বংস করার চেষ্টা করেছিল। অসাবধানবশত গুলি রাশিয়ার বিমানে আঘাত হানে। এরপরই বিমানটি নিখোঁজ হয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সিরিয়ার উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের উপরে বিমানটি অবস্থান করছিল বলে জানিয়েছে রাশিয়ার সামরিক দপ্তর। সামরিক বাহিনীর ১৪ জন সদস্য সহ বিমানটি উদ্ধারে অভিযানে নেমেছে রাশিয়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OC5hfv
September 18, 2018 at 04:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন