পিপিএফ সহ স্বল্প সঞ্চয়ে বাড়ছে সুদের হার

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর ঃ  জনতার জন্য একটা সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভিডেন্ড ফান্ড  (পিপিএফ) ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (এনএসসি) সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। সুদের হার বাড়ছে অন্যান্য স্মল সেভিংস স্কিমেও। অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে এই প্রকল্পগুলিতে সুদের হার ০.৪% বাড়ানো হয়েছে।   বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক চলতি আর্থিক বছরের তৃতীয় কোয়ার্টার অর্থাত্‍‌ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোয়ার্টারের জন্য বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সুদের হার পরিবর্তিত হচ্ছে।  পাঁচ বছরের আমানত, রেকারিং ডিপোজিট ও সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমের সুদের হার বাড়িয়ে যথাক্রমে ৭.৮, ৭.২ ও ৮.৭ শতাংশ করা হয়েছে। তবে সেভিংস ডিপোজিটের সুদের হার বার্ষিক ৪% থেকে বাড়েনি। সুদের হার বৃদ্ধি পাওয়ায় পিপিএফ ও এনএসসি-তে বার্ষিক সুদের হার ৭.৬% থেকে বেড়ে হবে ৮%। সর্বাধিক সুদের হার হবে কন্যা সন্তানদের প্রকল্প সুকন্যা সমৃদ্ধিতে। ০.৪% বেড়ে ওই প্রকল্পের সুদের হার হবে ৮.৫%।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xrmGAL

September 20, 2018 at 12:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top