জার্মানি, ১৮ সেপ্টেম্বরঃ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেলে তাঁকে যতটা সমঝে চলতে হয়, তেমনি মুড ফুরফুরে থাকলে তাঁর মত প্রাণবন্ত আর কেউ নেই। গলা ছেড়ে গান, উচ্চকন্ঠে রবীন্দ্র-নজরুল আওড়ানো, এক গাল হাসি তখন তিনি সত্যিই আম-বাঙালির ‘দিদি’।
দেশেই হোক বা বিদেশে, একাধিকবার এরকম ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন তিনি প্রশাসনিক কাজে গিয়েছেন জার্মানি। তবে তিনি যেখানেই যান, হেঁটে সেখানকার বিশেষ কোনো জায়গা কিংবা শহর ঘুরবেন। এবারও তার হেরফের হয়নি।
সকাল সকাল জার্মানির এক পুরনো শহরের রাস্তায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কফির কাপে চুমুক, স্ট্রিট মিউজিশিয়ানদের সঙ্গে গল্প। আর এরই মাঝে এক শিল্পীর অ্যাকর্ডিয়ানে সুর তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। অনায়াসে বাজিয়ে গেলেন ‘উই শ্যাল ওভারকাম’।
জার্মানির প্রাণকেন্দ্রে বাঙালি মহিলা, পরণে সাদামাটা শাড়ি, তাও আবার রাস্তায় দাঁড়িয়ে সুর তুলছেন অ্যাকর্ডিয়ানে! এমন দৃশ্যের দেখা মেলা ভাড়। তাঁকে দেখে অনেকেই দাঁড়িয়ে পড়লেন রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য সেসব দিকে খেয়াল নেই। মিকি মাউসের পোশাকে দাঁড়িয়ে অ্যাকর্ডিয়ানের মালিক সাহায্য করছেন মমতাকে।
So we walk about the town by the Main river this morning with Didi, talking about Bengal and politics. She stopped by at the old town for a quick cup of coffee and chatted with a street musician in a Mickey Mouse costume, who gave her a chance to play the accordion he was playing. CM quickly keyed in the ‘hum honge kamiab’ tune on it and people actually stopped by to listen to an Indian woman in a saree, playing accordion, in the heart of a German city! #frankfurtdiary #CMvisitsGermany Here’s a glimpse of what she played!
Posted by Rupanjana Vivekanand on Monday, September 17, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xqSmFO
September 18, 2018 at 12:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন