ক্ষোভের প্রতিশোধ নিতেই রামচন্দ্রপুরের শিশু মাশরুফা হত্যাকান্ড > রহস্য উদঘাটন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর-কুথনীপাড়ায় শিশু মাশরুফা খাতুন (৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকারী মাশরুফার নানা জিয়াউর রহমানের প্রতিবেশী আব্দুল খালেক হত্যাকাণ্ড নিয়ে রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ‘ক্ষোভ’ থেকে প্রতিশোধ নিতেই হত্যাকান্ড। পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ সেপ্টেম্বর রামচন্দ্রপুর কুথনীপাড়ায় নানা জিয়াউর রহমানের বাড়ি পাশ থেকে মরদেহ উদ্ধার করা মাশরুফা খাতুনের। কিন্তু তাৎনিকভাবে হত্যা কারণ জানা যায়নি। আলামত সংগ্রহ করে কু-লেস এই হত্যাকাণ্ড নিয়ে তদন্তে মাঠে নামে পুলিশ। ২৬ সেপ্টেম্বর সন্দেহভাজন হিসেবে আটক করা হয় একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আব্দুল খালেককে। পরে দফায় দফায় জিজ্ঞাসাবাদে মাশরুফাকে হত্যার কথা স্বীকার করেন আব্দুল খালেক। রোববার তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, মেয়েকে তাবিজ-কবচ করছে মাশরুফার নানী, এমন সন্দেহ করতেন আব্দুল খালেক। এ নিয়ে মাশরুফার নানীর উপর ুব্দ ছিলেন তিনি। ওই রাগ থেকেই মাশরুফাকে হত্যা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৯-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2P1cUMG

September 30, 2018 at 10:38PM
30 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top