মুম্বাই, ১৫ সেপ্টেম্বর- প্রকাশিত হয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু সিনেমার টিজার। ভারত ও বিশ্বের কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পাশাপাশি ইউটিউবে টিজারটি প্রকাশ করা হয়। অ্যাকশনে ভরপুর এ টিজারে দেখা যায়, শহরে কাকের আবির্ভাব ঘটে। ধারণা করা হচ্ছে, শহরটি চেন্নাই। এরপর থেকে সবার মোবাইল ফোন উধাও হতে থাকে, যা শহরবাসীর মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। শহর কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের উপায় খুঁজতে একটি সভার আয়োজন করেন। এরপর ড. ভাসীগরনের পরামর্শে রোবট চিট্টির ওপর সমস্যা সমাধানের দ্বায়িত্ব পড়ে। শহরের এই ঘটনার পেছনে রয়েছে ড. রিচার্ড। এরপর চলতে থাকে চিট্টি ও ড. রিচার্ডের মধ্যে লড়াই। ড. ভাসীগরন ও চিট্টির ভূমিকায় অভিনয় করেছেন রজনীকান্ত এবং ড. রিচার্ডের ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন অক্ষয় কুমার। টিজারে অ্যামি অ্যাকশন ও আদিল হুসাইনকেও দেখা গেছে। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে রোবট-টু। ভিএফএক্স নির্ভর সিনেমাটিতে খরচ হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৬২৮.৬৮ কোটি টাকা। জিরো পয়েন্ট টু সিনেমায় কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান। ২০১৬ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, দীপাবলী উপলক্ষে ২০১৭ সালের ১৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। তবে রোবট-টু সিনেমা মুক্তি নিয়ে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করেছেন নির্মাতারা। গত বছর এপ্রিলে সিনেমাটির একজন নির্মাতা জানান, মুক্তির তারিখ পিছিয়ে ২০১৮ সালের ২৫ জানুয়ারি করা হয়েছে। পরবর্তী সময়ে মুক্তির তারিখ আরেক দফা পিছিয়ে তা চলতি বছর ১৪ এপ্রিল করা হয়। এরপর আবারো ২৭ এপ্রিল করা হয়। চলতি বছর জুনে গুঞ্জন শোনা গিয়েছিল, আগামী বছর জানুয়ারি পর্যন্ত সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছর ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানান নির্মাতারা। রোবট-টু সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-অ্যামি জাকসন, আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। তথ্যসূত্র: রাইজিংবিডি আরএস/ ১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QvWSvl
September 15, 2018 at 06:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top