নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বরঃ ৭০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন একটি সংস্থার কর্মী। তবে এর পিছনের ঘটনাটি একটু অন্য রকম। দিল্লির ধন সিং বিস্ত নামের ওই ব্যক্তি এর আগে ডাকাতদের হাত থেকে বাঁচিয়ে ছিলেন নিজের কোম্পানির প্রায় ৭০ লক্ষ টাকা। ডাকাতদের হাত থেকে টাকা বাঁচাতে গিয়ে আহতও হতে হয়েছিল তাকে। কিন্তু তার এই কাজে সাধুবাদ জানায়নি ওই সংস্থা। বদলে একটি টি-শার্ট উপহার দিয়ে মন জয় করতে চেয়েছিল কর্তৃপক্ষ। সামান্য টি-শার্টে খুশি হতে পারেননি বিস্ত। তাই সংস্থার উপর রাগ করে ৭০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান তিনি। তার এই কাজে সঙ্গ দেয় আরও দু’জন
তাঁরা ৭০ লক্ষ টাকা নিয়ে দিল্লি থেকে নৈনিতালে চম্পট দেয়। যে মোটর সাইকেলে করে তাঁরা ননিতালে চম্পট দিয়েছিল, সেটি বিক্রি করে দেয়। সেই বাইকের সূত্র ধরেই ওই তিন জনের সন্ধান পায় দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। এরপরই সামনে এই ঘটনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O7KuTP
September 24, 2018 at 09:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন