দিনহাটা ২২ সেপ্টেম্বরঃ তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দেওয়ানহাটের বিস্তীর্ণ এলাকা। গোষ্ঠী কোন্দলের জেরে ২০টি বাড়ি ভাঙচুর ও ১২ টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক বৃদ্ধ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ছড়িয়েছে। কোচবিহার জেলা পুলিশ সুপার ড: ভোলানাথ পান্ডে র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় কমব্যাট ফোর্স নামান হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার ভোরে তৃণমূল কংগ্রেসের আশ্রিত প্রায় ৪০০ জন বহিরাগত দুষ্কৃতী এলাকার তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের উপর হামলা চালায়। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিথ প্রামাণিক বলেন, ‘ঘটনাটি খুব মর্মান্তিক। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের এইরকম দুঃসময়ে আমরা তাঁদের পাশে আছি।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OKcQRh
September 22, 2018 at 08:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন