ঢাকা, ০৯ সেপ্টেম্বর- এশিয়া কাপ খেলতে আরব আমিরাত যাওয়ার জন্য সব প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছিলেন ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন। কিন্তু বিমানে ওঠার আগ পর্যন্তও পাসপোর্ট হাতে পাননি তারা দুজন। অগত্যা তামিম এবং রুবেলকে ছাড়াই আরব আমিরাতগামী বিমানবন্দরে উঠতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। আজ সন্ধ্যা ৭টায় এমিরেট এয়ারলাইন্সের একটি বিমানে করেই এশিয়া কাপ খেলার জন্য হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জানা গেছে, আগামীকাল (সোমবার) পাসপোর্ট হাতে পেতে পারেন তামিম-রুবেল। না হয়, এই দুজন মঙ্গলবার আরব আমিরাতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। প্রসঙ্গতঃ দুবাই যেতে এর আগেও তামিম ইকবালকে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল। যদিও তা পরে ঠিক হয়ে গিয়েছিল। শুধু তামিম আর রুবেলই নন, ভিসা জটিলতার কারণে দুবাই যেতে পারেননি দলের দুই কর্মকর্তা। তারা হলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এমএ/ ০৯:৪৪/ ০৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oSALT3
September 10, 2018 at 04:00AM
09 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top