ঢাকা, ৩০ সেপ্টেম্বর- খুলনায় খেলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লাল ও সবুজ দলের চারদিনের প্রস্তুতি ম্যাচ। গত সপ্তাহে ওই ম্যাচ চলাকালীন ডাক আসে আরব আমিরাত থেকে ইনজুরিতে আক্রান্ত জাতীয় দলের হাল ধরতে ছুঁটে যান দেশ ছেড়ে। খুলনা থেকে ঢাকায় দীর্ঘ বাসের যাত্রা শেষে আবারও বিমান ধরে অবতরণ করেন মরুর বুকে। দীর্ঘ ধকলের পর সুযোগ মিলেছিল আফগানিস্তানের বিপক্ষে। সুপার ফোরের ডু অর ডাই ম্যাচে নেমেই ইমরুল কায়েস সাগর খেললেন অসাধারণ এক ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে বিশাল জুটির পর বোলারদের দাপটের কারণে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ফাইনালে গিয়ে শেষ বল পর্যন্ত লড়াই। ভারতের কাছে হারলেও লক্ষ-কোটি সমর্থকদের মন জয় করে নিয়েছে বাংলাদেশ দল। শনিবার রাতে দেশে ফিরেছেন স্টিভ রোডসের শিষ্যরা। শিরোপা জয় না করতে পারলেও আজ রোববার সকালে সুসংবাদ পেয়েছেন ইমরুল। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন বাম-হাতি এই ব্যাটসম্যানের স্ত্রী রুবাইয়া ইসলাম। স্ত্রী ও সন্তানকে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ৩১ বছর বয়সী এই তারকা। এর আগে গতকাল রাতে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও ছেলে সন্তানের বাবা হয়েছেন। এমএ/ ০২:৩৩/ ৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zFnkfy
September 30, 2018 at 08:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top