আতঙ্ক থড়াতে মোমোর লিংক, গ্রেফতার সরকারি কর্মচারী

ফরাক্কা, ১ সেপ্টেম্বরঃ মোমো গেমের লিংক পাঠিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল এক সরকারি কর্মচারীকে। ধৃত যুবকের নাম আনন্দ দাস। ফরাক্কার মহাদেবনগর গ্রামের বাসিন্দা সে। সুতি ২ নম্বর ব্লকের বিডিও অফিসে কম্পিউটার অপারেটর আনন্দ।

আজ সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে ফরাক্কা থনার পুলিশ। আইসি উদয় শংকর ঘোষ জানিয়েছেন, ওই যুবক মোমো গেম নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। বৃহস্পতিবার রাতে মহাদেবনগরের এক যুবক মহম্মদ ইকবাল হোসেনকে লিঙ্ক পাঠিয়ে মোমো খেলার প্রস্তাব দেয় আনন্দ। ভয় পেয়ে রাতেই ইকবাল ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে সাইবার সেল। তদন্তে ধরা পড়ে আনন্দ দাস।

জেরায় আনন্দ স্বীকার করেছে মোমোর আতঙ্ক ছড়ানোর কথা। আরও কাকে কাকে লিংক পাঠিয়েছে এবং তার উদ্দেশ্য কী তা খতিয়ে দেখছে পুলিশ।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LKTid6

September 01, 2018 at 08:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top