রায়গঞ্জ, ৫ সেপ্টেম্বরঃ কাজ করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার বেলা ১২টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এফসিআই মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃত ব্যক্তির নাম প্রকাশ দাস(৩৫) ওরফে দীপক। বাড়ি রায়গঞ্জ শহর সংলগ্ন সোনাডাঙ্গি এলাকায়। দুর্ঘটনার পরেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলার রতন মজুমদারের মধ্যস্থতায় ক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ তুলে নেয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা মর্গে পাঠায় পুলিশ। এদিন বিকেলে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, প্রকাশ দাস রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় গ্যারেজ মিস্ত্রির কাজ করতেন। স্ত্রী সনকা দাস মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করেন। এদিন স্বামী-স্ত্রী দুজনই কাজ করে জাতীয় সড়ক বরাবর হেঁটে বাড়ি যাচ্ছিলেন। সেসময় মালদা গামী একটি পাথর বোঝাই লরি প্রকাশ দাস দাসকে পিষে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তদন্তে পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NNdi0x
September 05, 2018 at 05:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন