লা লিগায় দুই জায়ান্টদের আতঙ্কের রাত ছিল এটি। বুধবার রাতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ দুই দলকে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো। ২০১৫ সালের পর স্প্যানিশ লিগে একই দিনে হারল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এদিন শুরুতে লেগানেসের মাঠে ১-২ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বার্সা। অন্যদিকে সেভিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় রিয়াল। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একই রকমভাবে এগুচ্ছে। বুধবারের ম্যাচের আগে দুই দলেরই ছিল সমান পয়েন্ট (১৩)। রিয়াল মাদ্রিদের ড্র করার এক সপ্তাহ পর লিওনেল মেসির বার্সাও আটকে গিয়েছিল। এবার এক সঙ্গে মুখথুবড়ে পড়তে হলো দুই বড় ক্লাবকে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে কাতালানরা লিগ তালিকায় শীর্ষে থাকল। দ্বিতীয় স্থানে রয়েছে সার্জিও রামোসের দল। চলতি মৌসুমে লা লিগায় দুটি দলের এই প্রথম হার। এবার লা লিগার শুরুটা যেভাবে হয়েছে মনে হচ্ছে শেষ পর্যন্ত লা লিগা বেশ উত্তেজনাপূর্ণই হবে। এদিন বার্সার জার্সিতে মেসি ৭০০তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। স্মরণীয় এই ম্যাচে নিচের সারির দল লেগানেসের কাছে হেরেই মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো ব্লাউগ্রানা অধিনায়ককে। অন্যদিকে ফিফার বর্ষসেরা ফুটবলার হবার পর লুকা মদ্রিচের এটিই ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচে সেভিয়ার বিপক্ষে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো ক্রোয়েট মিডফিল্ডারের দল রিয়ালকে। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2N6nWOT
September 27, 2018 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top