মাঝ আকাশে বিমানের এমার্জেন্সি গেট খোলার চেষ্টা যাত্রীর, আতঙ্ক

পাটনা, ২৫ সেপ্টেম্বরঃ মাঝ আকাশে বিমানের এমার্জেন্সি গেট খোলার চেষ্টা করলেন এক যাত্রী। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সহযাত্রীদের তত্পরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।

শনিবার ১৫০ জন যাত্রীকে নিয়ে পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দিল্লি-পাটনা গোএয়ার-এর জি৮-১৪৯ বিমানটি। মাঝ আকাশে বিমানটি পৌঁছতেই মাঝবয়সি এক ব্যক্তি হঠাত্‍‌ই বিমানের এমার্জেন্সি গেট খোলার চেষ্টা করতে থাকেন। বিমানের অন্যান্য যাত্রীরা জানিয়েছেন, লোকটি সিট থেকে উঠে সোজা এমার্জেন্সি গেটের দিকে চলে যান। তাঁকে গেট খোলার চেষ্টা করতে দেখে ভয়ে চিত্‍‌কার করতে থাকেন সহযাত্রীরা। অনেকে উঠে গিয়ে লোকটিকে বাধাও দেন।

সিআইএসএফ-এর এক জওয়ান জানিয়েছেন, টানা-হেঁচড়া চলাকালীনই গেটটির লক খুলে ফেলেন ওই ব্যক্তি। তবে কেবিন প্রেশারের কারণে দরজা খুলে যায়নি। কয়েকজন সহযাত্রী লোকটিকে চেপে ধরেন আর কয়েকজন ক্র আসার অপেক্ষা না-করে সঙ্গে সঙ্গে গেট লক করে দেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট নাগাদ বিমানটি অবতরণের পরই অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ।

জানা গিয়েছে, ওই ব্যক্তি রাজস্থানের আজমেঢ়ে একটি শীর্ষ ব্যাংকে কর্মরত। জেরায় তিনি জানিয়েছেন, শৌচালয়ের দরজা ভেবে ভুল করে তিনি এমার্জেন্সি গেট খুলতে গিয়েছিলেন। তাঁর অন্য কোনও উদ্দেশ্যে ছিল না বলে দাবি করেছেন ওই ব্যক্তি। বন্ডে সই করিয়ে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q5Ak3r

September 25, 2018 at 05:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top