বৃহস্পতিবার আবার বাড়ল পেট্রোলের দাম

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর ঃ বুধবার শুধু বাড়েনি, বৃহস্পতিবার ফের একবার বাড়ল জ্বালানি তেলের দাম। এদিন দেশজুড়ে ছয় পয়সা বেড়েছে পেট্রোলের দাম। তবে ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার ছয় পয়সা বেড়ে শহর কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৪.০৭ টাকা ও ডিজেল লিটার প্রতি ৭৫.৭২ টাকায়৷ নতুন দাম অনুযায়ী দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ৮২.২২  টাকায় বিক্রি হচ্ছে৷ মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৯.৬০ টাকা ৷ চেন্নাইয়ে লিটার প্রতি ৮৫.৪৮ টাকায় পেট্রোল বিক্রি হয়েছে ৷ চলতি মাসে শুধুমাত্র ৫, ১২ ও ১৯ তারিখ ছাড়া রোজই লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোপণ্যের দাম। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমায় এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই দেশে জ্বালানির দামে আগুন জ্বলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য লিটার পিছু ১ বা ২ টাকা করে দাম কমিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OzhIIB

September 20, 2018 at 02:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top