২ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার ব্যবসায়ী

জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ প্রায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম টুকাই নন্দী। অভিযুক্ত ব্যবসায়ীকে দেশবন্ধুপাড়ায় তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চার কার্টন নিষিদ্ধ শব্দবাজি।

প্রতি বছরই মহালয়া উপলক্ষে দেদারে শব্দবাজি ফাটানো হয় জলপাইগুড়ি শহরে। পুজোর আগে শব্দবাজির দাপট রুখতে কড়া পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। এনিয়ে সম্প্রতি জলপাইগুড়ি শহরের বাজি ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে বৈঠক করেছে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও কয়েকজন ব্যবসায়ী লুকিয়ে শব্দবাজি বিক্রি করছেন বলে অভিযোগ আসে পুলিশের কাছে। সেইমতো শুক্রবার দুপুরে পুলিশ টুকাই নন্দীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। টুকাইকে গ্রেফতার করেছে পুলিশ।

জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NTnt85

September 29, 2018 at 03:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top