বিজেপির বনধকে রাজনীতিগতভাবে মোকাবিলা করা হবেঃ পার্থ

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ উন্নয়নকে স্তব্ধ করে বাংলায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ২৬ সেপ্টেম্বর বাংলা বনধ-এর ডাক দিয়েছে বিজেপি। কর্মনাশা সেই বনধ রুখতে তাঁরা রাজনীতিগতভাবেই মোকাবিলা করবেন। রবিবার একথা বলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বনধ নিয়ে বিজেপির প্ররোচনায় রাজ্যবাসীকে পা না দেওয়ার আবেদন করেন পার্থবাবু। সেই সঙ্গে বনধ ব্যর্থ করার জন্য রাজ্যজুড়ে মিছিল ও প্রতিবাদ সভা করার জন্য দলীয় নেতা ও কর্মীদের নির্দেশ দিয়েছেন।

পার্থবাবু বলেন, ‘রাজ্যে যে উন্নয়নের জোয়ার বইছে, সেই ধারাকে অব্যাহত রাখতে মরিয়া রাজ্যবাসী। তাই দোকান, বাজার, স্কুল, কলেজ, অফিস, আদালত সবই খোলা থাকবে। বাংলাজুড়ে বিজেপি ও আরএসএসের বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টাকে কোনোমতেই বরদাস্ত করবে না সরকার ও জনগণ।

এদিন পার্থবাবু জানান, ইসলামপুরের দাড়িভিট স্কুলের ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্কুল পরিচালক কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে। জেলা স্কুল ইনস্পেকটর রবীন্দ্রনাথ মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তবুও দুটি তাজা প্রাণ কেড়ে নিয়ে বিজেপি ও আরএসএস বড়ো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই বনধ ডেকেছে। রাজ্যের মানুষ তা প্রত্যাখ্যান করবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xyyYYd

September 23, 2018 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top