স্কুলের সময় পিছোনোর ভাবনা ক্যালিফোর্নিয়ায়

সাক্রামেন্টো (ক্যালিফোর্নিয়া), ৩ সেপ্টেম্বরঃ ভোরবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যকর। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে দিনটা ভালো কাটে। এমন নানা কথা লোকমুখে প্রায়শই শোনা যায়। এজন্য অনেক পড়ুয়াকেই ভোররাতে উঠে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে হয়। এবার সেই প্রথায় ছেদ টানতে চাইছে আমেরিকার ক্যালিফোর্নিয়া। সম্প্রতি সেখানকার প্রাদেশিক আইনসভায় স্কুল শুরুর সময় পিছিয়ে দেওয়া নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি বর্তমানে ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাঁর অনুমোদন পাওয়ার পর এটি আইনে পরিণত হবে। এর ফলে আগামীদিনে ক্যালিফোর্নিয়ার কোনো হাই বা মিডিল স্কুলই সকাল সাড়ে আটটার আগে চালু করা যাবে না। যদিও জেরি ব্রাউনের দপ্তর জানিয়েছে, নতুন নিয়ম চালু করতে স্কুলগুলির প্রধান শিক্ষকদের তিনবছর সময় দেওয়া হবে। এর মধ্যে তাঁদের দৈনন্দিন পাঠক্রমকে নতুন সময়ের আওতায় নিয়ে আসতে হবে।
প্রস্তাবটির প্রধান রূপকার অ্যাসেম্বলিম্যান জো ওবেনলটের বক্তব্য, বহুবছর আগে ভোরবেলা স্কুল চালু করার নিয়ম তৈরি হয়েছিল। সেই সময় হিসেবে এই ব্যবস্থা যুক্তিগ্রাহ্য ছিল। কিন্তু এখনকার জীবনযাবনের সঙ্গে সঙ্গতি রাখতে হলে স্কুলের সময়সূচিতে বদল আনা জরুরি। তিনি জানান, সমীক্ষায় দেখা গিয়েছে কিশোর ও তরুণরা বেশি সময় ঘুমলে তাদের শরীর ও মন ভালো থাকে মনঃসংযোগ বাড়ে। পরীক্ষায় ভালো ফলের সম্ভবনা বৃদ্ধি পায়। সেদিকে লক্ষ্য রেখেই নিয়ম বদলের ভাবনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q6sYxA

September 03, 2018 at 08:56PM
03 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top