নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বরঃ গরুকে ‘রাষ্ট্র মাতা’ হিসাবে ঘোষণা করার প্রস্তাব পাশ হল উত্তরাখণ্ড বিধানসভায়। কেন্দ্র সরকারের কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রেখা আর্য উত্তরাখণ্ড বিধানসভায় এই প্রস্তাবটি আনেন। জানা গিয়েছে, এই প্রস্তাবকে সমর্থন করেছে বিরোধী দলের সদস্যরাও। গরুকে ‘রাষ্ট্র মাতা’ হিসাবে ঘোষণা করা হলে গরু-সংরক্ষণের ওপরও দেশ আরও বেশি করে জোর দেবে বলেও মনে করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী। উত্তরাখণ্ডের বিজেপি সরকার ইতিমধ্যেই এই রাজ্যে গোরক্ষার জন্য গরু হত্যা নিষিদ্ধ করেছে। এবার সারা দেশেই যাতে সেই নিষিদ্ধ আইন কার্যকর হয় সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী রেখা আর্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pofbpL
September 20, 2018 at 03:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন