নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বরঃ আগামী চার-পাঁচ বছরের মধ্যে দেড় লক্ষ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, সেনাবাহিনীতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী রয়েছে। অনেক পদেরও কোনও প্রয়োজন নেই। আবার একই কাজ করে এরকম পৃথক পৃথক দপ্তরও রয়েছে। সেই বাড়তি কর্মী ছাঁটাই করে সেনাবাহিনীকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত বছর থেকে এই বাড়তি কর্মীর সংখ্যা জানতে লেফটেন্যান্ট জেনারেল জেএস সান্ধুর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্যানেল তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সেই রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকে রিপোর্ট জমা দেওয়ার আগে সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে প্যানেলের সদস্যরা এই তালিকা নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকে প্যানেলের দেওয়া রিপোর্ট জমা পড়লে প্রায় দেড় লক্ষ কর্মীকে ছাঁটাই করা হবে। আগামী দু’বছরের মধ্যে ৫০,০০০ জওয়ানকে ছাঁটাই করা হবে। এরপর ২০২২-২৩-এর মধ্যে প্রায় এক লক্ষ কর্মী ছাঁটাই হবে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O3FkFd
September 10, 2018 at 04:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন