বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ উপজেলার ইউনিয়নের পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। চোরেরা বিদ্যালয়ের পাঁচটি সিলিং ফ্যান নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত মঙ্গলবার মধুপূর্ণিমার ছুটি থাকায় দেশের অন্যান্য সরকারী বিদ্যালয়ের ন্যায় বন্ধ ছিল পুরানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ও।গত বুধবার সকালে শিক্ষককেরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান ৪র্থ শ্রেণির স্টিলের দরজার তালা ভেঙ্গে পাঁচটি সিলিং ফ্যান নিয়ে গেছে চোরের দল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ আলী সাংবাদিকদের বলেন, নৈশপ্রহরী না থাকায় মঙ্গলবার রাতের কোনো এক সময়ে চোরেরা পাঁচটি সিলিং ফ্যান নিয়ে গেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম কামালী সাংবাদিকদের বলেন, এর আগেও একাধিকবার বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে। পাঁচটি ফ্যান চুরি যাওয়ার ঘটনায় থানায় জিডি করা হচ্ছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DIA2ym
September 27, 2018 at 04:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন