আহমেদাবাদ, ৫ সেপ্টেম্বরঃ ২২ বছরের পুরনো একটি মাদক মামলায় গ্রেফতার হলেন গুজরাট পুলিশের বহিষ্কৃত আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট। বুধবার তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশের সিআইডি। সূত্রের খবর, প্রাক্তন ওই পুলিশকর্তা ছাড়াও আরও সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর মধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই পুলিশকর্মীও রয়েছেন।
মাদক রাখার অভিযোগে এর আগে রাজস্থানের আইনজীবী সুরমারসিং রাজপুরোহিতকে গ্রেফতার করেছিলেন এই আইপিএস অফিসার। তিনি তখন বনশকণ্ঠের পুলিশসুপার। পরে রাজস্থান পুলিশের তদন্তে প্রকাশ্যে আসে, মিথ্যে মামলায় ওই আইনজীবীকে ফাঁসানো হয়।
রাজস্থান পুলিশের রিপোর্টের ভিত্তিতে গত জুনে গুজরাট হাইকোর্টের নির্দেশে এই মামলার পুনরায় তদন্ত শুরু করে গুজরাট পুলিশের সিআইডি। সেই মামলাতেই গ্রেফতার হয়েছেন বহিষ্কৃত ওই আইপিএস অফিসার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NjR8G3
September 05, 2018 at 10:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন