ইসলামপুর, ২২ সেপ্টেম্বরঃ ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। আরএসএস ও বিজেপি যৌথভাবে আন্দোলন করবে বলে জানানো হয়েছে। আরএসএসের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিঃশর্ত ক্ষমা দাবি করা হয়েছে। না হলে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে তারা।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নদিয়া থেকে সাংবাদিক বৈঠক করে বলেছেন, ছাত্র আন্দোলনের নামে আরএসএস এবং বিজেপির মদতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দুই যুবককে। পুলিশের ভূমিকায় কোনও গলদ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xvEJpw
September 22, 2018 at 05:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন