বিশ্বনাথ প্রতিনিধি :: যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজামান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। আজ রোববার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তারা এসে পৌছলে দলীয় নেতাকর্মীরা তাদেরকে স্বাগত জানান। এরপর আনোয়ারুজ্জামন চৌধুরী ও মুহিবুর রহমানকে নিয়ে বিশ্বনাথ উপজেলা সদরে শোডাউন করেন নেতাকর্মীরা।
শোডাউন শেষে উপজেলা সদরের নতুন বাজারস্থ মুহিবুর রহমানের বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আনোয়ারুজ্জামান চৌধুরী ও মুহিবুর রহমান।
বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সিলেট ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজামান চৌধুরী বলেছেন- জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমাদের বিজয় নিশ্চিত করতে হলে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিজয় নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাইব। তিনি নির্বাচনের জন্য এখন থেকে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহবান জানান।
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর নমিনেশন পাওয়ার ব্যাপারে সব সুচকে বলতে পারি ৯৯ ভাগের উপরে আমরা আছি। কাজেই আমরা নমিনেশনের ব্যাপারে নিশ্চিত। তিনি বলেন- সিলেট ২ আসনে নৌকার কান্ডারী হবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজামান চৌধুরী। এতে কোন সন্ধেহ নেই। নৌকার কান্ডারী আমরা হব হবই।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. মজম্মিল আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন চেয়ারম্যান, এ্এইচএম ফিরোজ আলী, জবেদুর রহমান মেম্বার, বশির আহমদ, বসারত আলী বাচা, মাহবুবুর রহমান লিলু, যুক্তরাজ্য যুবলীগ নেতা শফিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. আশিক আলী, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা তাহিদ মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পার্থ সারথি দাশ পাপ্পু, রায়হান আহমদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2ItNWTm
September 30, 2018 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন