আমি একজন অভিনেত্রী। কোনো চরিত্রে অভিনয় করার আগে আমাদের সেই চরিত্রের মতো দেখতে তৈরি করতে হয়। সে ২৪ ঘণ্টা সুন্দর, গ্ল্যামারাস আর কমবয়সী দেখানোটা জরুরি নয়। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, সর্বদা সুন্দর দেখতে হবে তার কোনো মানে নেই। তাই এবার আমায় জিজ্ঞেস করা বন্ধ করুন কেন আমাকে ২০ বছর বয়সী লাগে না। এমন ক্ষোভের কথা লিখে টুইট করলেন কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই পোস্টে একজন তার বয়স নিয়ে মন্তব্য করে লিখেছে, ৪০ বছর বয়সেও আপনাকে সুন্দর দেখতে লাগে। কথায় বলে নারীদের বয়স কখনও জিজ্ঞেস করতে নেই। স্বস্তিকাকে এই প্রশ্ন করতেই তিনি সরাসরি সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন কে তাকে বলেছে যে স্বস্তিকার বয়স ৪০। এই প্রশ্নের উত্তরে, আরেকজন লিখেছে গুগলে নাকি স্বস্তিকার বয়স ৪০ দেখায়। পরে স্বস্তিকা জানান, তার বয়স আসলে ৪৪। অর্থাৎ গুগল ভুল বলেছে। তথ্যসূত্র: মানবজমিন আরএস/ ১১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2x1Odrp
September 11, 2018 at 04:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন