ভারতীয় জওয়ানের মাথা কাটল পাক রেঞ্জার্স

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বরঃ সীমান্তে ফের পাক সেনার বর্বরতা। মঙ্গলবার রামগড় সেক্টরের সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল নরেন্দ্র কুমার নামে এক ভারতীয় জওয়ানের মুণ্ডুহীন দেহ। দেহে ছিল একাধিক ক্ষতচিহ্ন সহ তিনটি গুলির চিহ্নও রয়েছে। এই ঘটনার পরই জওয়ানদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। ক্ষোভ প্রকাশ করে বিদেশমন্ত্রকও। ইতিমধ্যে সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে।

ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেনা জওয়ানের হত্যাকাণ্ড হুমকি হিসেবেই নেওয়া হচ্ছে। এর সমুচিত জবাব দেওয়া হবে পাকিস্তানকে।’ মঙ্গলবার বিএসএফের হেড কনস্টেবল নরেন্দ্র নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্‌঩বিগ্ন ছিলেন বিএসএফের কর্তারা। জওয়ানের খোঁজে তল্লাশি চালানোর আগে পাক রেঞ্জার্সকে ফোন করে সে কথা জানানোও হয়, যাতে তারা সংঘর্ষবিরতি ভেঙে গুলি না চালায়। তল্লাশি অভিযানে পাক রেঞ্জার্সের সাহায্যও চেয়েছিল ভারত। কিন্তু ঘণ্টা ছয়েক কেটে যাওয়ার পরেও তারা কোনো সাড়াশব্দ করেনি। গতকাল বিকেলে ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে নরেন্দ্র কুমারের দেহ উদ্ধার করে সেনা জওয়ানরা। এই ঘটনা নতুন করে সীমান্তে হিংসা ও হানাহানি তৈরি করবে বলেই আশঙ্কা করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Dds3ZB

September 19, 2018 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top