রাজগঞ্জ, ১২ সেপ্টেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল পড়ুয়া বোঝাই একটি গাড়ি। ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। বুধবার দুর্ঘটনাটি ঘটে রাজগঞ্জের গজলডোবার তিস্তার চর এলাকায়। জানা গিয়েছে, এদিন একটি মালবাহী গাড়ি করে ১৬ জন ছাত্রছাত্রী গজলডোবা হাইস্কুলে যাচ্ছিল। সেই সময় ভালোবাসা মোড়ের কাছে হঠাত্ই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। এই ঘটনায় কমবেশি সকলেই আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে।
স্থানীয় বাসিন্দারা জানান, টাকিমারি চর থেকে গজলডোবা হাইস্কুল এবং পাচিরাম নাহাটা হাইস্কুলে যাওয়ার জন্য কোনো বাসের ব্যবস্থা নেই। তাই চর এলাকার ছাত্রছাত্রীরা প্রতিদিন পথচলতি মালবাহী গাড়িতে করে স্কুলে যাতায়াত করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qp1Nyb
September 12, 2018 at 12:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন