দুবাই, ২৩ সেপ্টেম্বরঃ পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামার আগেই সকাল সকাল বিপাকে পড়েছিলেন শিখর ধাওয়ান। কে বা কারা তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ অনেকটা সময় কাটানো ধাওয়ান গোটা ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত টুইটারে সকলের প্রতি বার্তা দিয়ে বিষয়টা জানান।
Hi friends, please ignore any messages you may have received from my handle recently. My account was compromised but it has been restored.
— Shikhar Dhawan (@SDhawan25) September 23, 2018
ধাওয়ানের হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে মেসেজ পাঠানো হয়। আইপিএলের সতীর্থ শিখরকে পালটা মেসেজ পাঠান তিনি। হ্যাক হওয়ার ব্যাপারটা না জেনে রশিদের কাছে ব্যাপারটা জানতে চান শিখর। তখনই তাঁর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষযটি বুঝতে পারেন তিনি। যেটা জেনে টুইটারে ধাওয়ান লেখেন, ‘আমার প্রোফাইল থেকে কেউ আজেবাজে কিছু মেসেজ পেলে দয়া করে কিছু মনে করবেন না। আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছিল। এখন যদিও ব্যাপারটা ঠিক করা গিয়েছে।’ দুবাইতে খেলা শিখরের মতোই বিজয় হাজারে খেলতে ব্যস্ত থাকা দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীরও একইরকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েন। তারও অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাডাম গিলক্রিট, কুমার সাঙ্গাকারা, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে মেসেজ পাঠানো হয়। গৌতমও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে সকলকে সতর্ক করে দেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DoGvOu
September 23, 2018 at 10:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন