কাশ্মীরে ৩৩ ঘণ্টায় খতম ৮ জঙ্গি

শ্রীনগর, ১৪ সেপ্টেম্বরঃ বুধবার রাতেই গোপন সূত্রে খবর এসেছিল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে আট পাকিস্তানি জঙ্গি। তিনটি পৃথক এলাকায় ৩৩ ঘণ্টা ধরে গুলি যুদ্ধের পর অবশেষে ভারতীয় সেনার হাতে নিকেশ হল ৮ জঙ্গি।

বৃহস্পতিবার ভারতীয় জওয়ানরা দেখতে পান তিনজন জঙ্গি লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। সেনার গুলিতে তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে বলে খবর। এ দিকে বৃহস্পতিবার রাতেই সোপোরে শহরের আরামপুরা এলাকায় দুই জৈশ-ই-মহম্মদ জঙ্গি সেনার গুলিতে নিহত হয়েছে। তবে ভারতীয় সেনাকে সবথেকে বেশি বেগ পেতে হয়, কাশ্মীরের রিয়াসি এলাকায় লুকিয়ে থাকা তিন জৈশ-ই-মহম্মদ জঙ্গির মোকাবিলা করতে গিয়ে। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে স্থানীয়দের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী প্রথমে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে দেন। তারপর কাকরিয়াল গ্রামে মাতা বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়ের কাছে ওই তিন জঙ্গির সঙ্গে ৩৩ ঘণ্টা ধরে গুলি বিনিময় হয় সেনার। অবশেষে সেনার গুলিতে তিন জঙ্গি নিহত হয়। তাদের কাছে থেকে ড্রোন সহ বিভিন্ন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনা। জানা গিয়েছে, এইসব অস্ত্রের সাহায্যে ভারতের সেনা ঘাঁটি গুলিতে আক্রমণ করার পরিকল্পনা ছিল জঙ্গিদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MunJo4

September 14, 2018 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top