জুভেন্টাসের হয়ে তিন ম্যাচ খেলে ফেলেছেন ইতোমধ্যে। কিন্তু এখনও পর্যন্ত গোলের দেখা মেলেনি রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনে আসা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২৩টি শট নিয়েছেন প্রতিপক্ষের পোস্ট লক্ষ্যে। অথচ, একটি বারের জন্যও জাল খুঁজে পেলো না তার শটগুলো। এ নিয়ে যেমন সমালোচকরা সরব হয়েছেন, তেমনি দুঃশ্চিন্তায় ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও। এমন পরিস্থিতিতে একটা সমর্থন প্রয়োজন হয়। দায়িত্বশীল কারও পাশে এসে দাঁড়ানোরও প্রয়োজন হয়। সেই সমর্থনটাই পেলেন কোচের কাছ থেকে। জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি রোনালদোর পাশে দাঁড়িয়ে তাকে অভয় দিলেন। বললেন, গোল পাওয়া না নিয়ে যেন চিন্তা না করে। একটা ভালো পর্যায়ে আসতে সময় লাগবে। কারণ, ইতালিয়ান ফুটবল ভিন্ন সমস্যা তৈরি করে। এখানে এসে একজন ফুটবলারকের খাপ খাওয়াতে একটু সময়ই নিতে হয়। তবে, প্রথম থেকেই বলা হচ্ছিল, ইতালিয়ান সিরি-এতে হয়তো সর্বাধিক ৩৬ গোলের রেকর্ড ভাঙতে পারবেন রোনালদো। ৪০ গোলের উপরেও স্কোর করে ফেলতে পারেন তিনি। তবে, তিন ম্যাচ গোলশূন্য থাকার পর রোনালদোর কোচই বলে দিলেন, ইতালিয়ান লিগে ৪০ গোল করা অসম্ভব। পারমার বিপক্ষে রোনালদো গোল না পেলেও তার দল জিতেছিল। অ্যালেগ্রি বলে দিয়েছেন, রোনালদো দারুণ একটি ম্যাচ খেলেছেন। তার এ নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে এটা সত্য, ইতালিতে ৪০ গোল করা সম্ভব নয়। তবে দলের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন জুভেন্টাস কোচ। তিনি জানালেন, দলের প্রয়োজনে সাইড বেঞ্চেও বসে থাকতে হতে পারে রোনালদোকে। রিয়াল মাদ্রিদে যেভাবে তাকে নিয়ন্ত্রণ করতেন জিদান, ঠিক সে ভাবেই জুভেন্টাস কোচ তাকে খেলানোর চেষ্টা করবেন। মঙ্গলবার ইতালির সংবাদমাধ্যমকে অ্যালেগ্রি বলেন, রোনালদোকে এটা বুঝতে হবে যে, দলের স্বার্থই আসল। তাই কখনও হয়তো রিজার্ভ বেঞ্চেও বসতে হতে পারে তাকে। আবার কোনও ম্যাচে হয়তো ৩০ মিনিটের জন্য নামানো হতে পারে। জুভেন্টাসের জার্সিতে এখনও গোল পাননি সিআর সেভেন। তাহলে কি রোনালদোর ফর্মের কারণেই এই ইঙ্গিত? অ্যালেগ্রি অবশ্য বলছেন, প্রত্যেকেরই বিশ্রাম প্রয়োজন। তাই সবাইকে ঠিকমতো বিশ্রাম দিয়ে খেলানো হবে। রিয়াল মাদ্রিদও এভাবেই দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলায়। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ০৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wQAQun
September 05, 2018 at 04:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন